উত্তরদিনাজপুর

ঢাক বাজিয়ে চলছে টীকা করনের প্রচার

দেশকে পোলিও মুক্ত করতে রাজ্য ও  কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে  মানুষদের সচেতন করতে নানা ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেই চলেছে । প্রতি বছরের মত আগামী ১লা এপ্রিল সারা দেশ জুরে শিশুদের পোলিও খাওয়ানো কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গেও যাতে একটি শিশু পোলিও রোগে আকান্ত  না হয় সেই কারনে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের  উদ্যোগে পোলিও রোগ মুক্ত রাজ্য গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রাজ্য সরকার । সেই মতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পোলিও মুক্ত শহর গড়ে তোলার তাগিদে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কালিয়াগঞ্জ পুরসভা । রাজ রাজাদের আমল থেকে শুরু করে জমিদার আমলে সাধারন মানুষদের সরকারি বিঙ্গপ্তি  যেভাবে  ঢোল বাজিয়ে প্রচার করা হত, ঠিক সেই ভাবে পুরনো প্রথাকে মাথায় রেখে পুর এলাকার ১৭টি ওয়ার্ডে , ঢাক বাজিয়ে পোলিও রোগকে দুরকরা এবং নিজেদের শিশুদের সুরক্ষিত রক্ষার তাদিদে নিজ নিজ এলাকায় পোলিও সেন্টারে গিয়ে ১ থেকে ৫ বছরের শিশুদের পোলিও খাওয়ানো হয় সে ব্যাপারে  প্রচার করা হয়।  

ঢাকি রবি বৈশ্য জানান পুরপতির নির্দেশ মতো কালিয়াগঞ্জ পুর এলাকার ১৭টি ওয়ার্ডে তিনি ঢাক বাজিয়ে সাধারন লোককে সচেতন করে চলেছেন। যাতে শহরের একটিও শিশু যেন পোলিও রোগে আক্রান্ত না হয়, সেই ব্যাপারে ১লা এপ্রিল পোলিও মুক্ত করতে ক্যাম্প করা হবে । যাতে ১ থেকে ৫ বছরের শিশুদের  পোলিও টিকা করানো হয়। 

এদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের  পুরপতি কার্তিক পাল জানান রাজ্য সরকারের নির্দেশে পুরনো সাবেকি প্রথাকে মাথায় রেখে ঢাক বাজিয়ে প্রচার করানো হচ্ছে । এই পদ্ধতিতে প্রচার ভাল হচ্ছে । আগামীতে সরকারি সব ধরনের প্রকল্প এই পদ্ধতিতে প্রচার করা হবে সাধারন মানুষের কাছে।